![]() কালাইয়ে নানা আয়োজনে মে দিবস পালিত
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি :
|
![]() র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, মৎস্য অফিসার তৌহিদা মুহতামিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাও. মুনছুর রহমান, জয়পুরহাট ট্রাক শ্রমিকের সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোনতাহার হোসেন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ সরকারি দপ্তরের কমকর্তা, উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষথেকে শ্রমিকদের জন্য শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে বিনামূল্যে রক্ত ও যক্ষা পরীক্ষা করা হয়। অন্যদিকে, কালাই প্রেসক্লাব চত্বরে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন,জয়পুরহাট ট্রাক শ্রমিকের সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মওলা। সেখানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। |