![]() মালয়েশিয়ায় নির্মিত 'কোলকাতার ট্যুরিস্ট গাইড'
আব্দুন নূর নাহিদ:
|
![]() আজিজুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকটি মূলত একটা কমেডি ঘরানার গল্প। নাটকটি প্রকাশ পেয়েছে গো-ডাউন ফিল্ম ইউটিউব চ্যানেলে। নাটকে অভিনয় করেছেন ফরহাদ বাবু, সুস্মিতা সিনহাসহ আরো অনেকে। ফরহাদ বাবু জানান, নির্মাতা আজিজুল ইসলাম খুবই পরিশ্রমী এবং মেধাবী নির্মাতা। সহশিল্পীদের সাথে বোঝাপড়া চমৎকার ছিলো বলে সুন্দর একটা কাজ হয়েছে বলে বিশ্বাস করি। দর্শকদের প্রশংসাই আমাদের পরবর্তী কাজের প্রেরণা। সুস্মিতা সিনহা জানান, এটি একটি কমেডি ধাঁচের নাটক, দর্শকদের মুখে হাসি ফুটবে এটাই প্রত্যাশা করছি। নাটকটি নিয়ে পরিচালক আজিজুল ইসলাম জানান, মালয়েশিয়ায় নির্মিত কমেডি নাটকের সংলাপ ও অভিনয়ের দিক থেকে অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। দর্শকরা এমনটাই বলছেন। সবাই ভালো অভিনয় করেছে। নাটকটি সবার ভালো লাগবে। তিনি আরো জানান, এই নাটকটি ছাড়াও তাঁর আরো চারটি নাটকের কাজ শেষ হয়েছে। যেগুলো খুব শীঘ্রই মুক্তি পাবে। |