![]() চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরায় ভূয়া এনএসআই সদস্য গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি:
|
![]() সোমবার(২১ এপ্রিল) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক আমিন হোসেন (১৯) শাকদাহ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে এনএসআই বিভাগে চাকুরি দেওয়ার কথা বলে এবং ফেসবুক আইডি থেকে এনএসআই নিয়োগের জন্য টাকা দাবি করে পোস্ট করে। তারপর বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারপূর্বক চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করে এমন তথ্যের ভিত্তিতে আমিন হোসেনের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি নিজাম উদ্দীন বলেন, প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে আমিন হোসেন মঙ্গলবার(২২ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে আরো জানা যায়, প্রতারক আমিন হোসেন ২০২২ সালের ২৩ জুলাই কলারোয়া থানাধীন পিছলাপোল গ্রামস্থ জনৈক এক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে এনএসআই সদস্য পরিচয় দিয়ে অর্থ দাবি করে। যার প্রেক্ষিতে সেসময় স্থানীয় কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তারপূর্বক জেলহাজতে প্রেরণ করেছিল। |