![]() লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী পরিবারের উপর হামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি :
|
![]() সোমবার (২১এপ্রিল) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদীতে এমন ঘটনা ঘটে। হামলার ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ হামছাদী ইউনিয়নের গংগাপুর গ্রামের প্রবাসী হাসান এর সাথে একই বাড়ির সুমন হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার স্থানীয় ভাবে বৈঠক হয়েছে। সম্প্রতি প্রবাসী হাসান এর স্ত্রী নাসরিন আক্তার তাদের জমি বাউন্ডারি দেয়াল নির্মান করতে গেলে সুমনের স্ত্রী ফেন্সি আক্তার বাঁধা প্রদান করে। এতে উভয়ের মধ্যে বাদানুবাদ ও কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ফেন্সি লোকজন নিয়ে এসে নাসরিন আক্তারের উপর হামলা করে এবং অনবরত ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গুরুতর আহত হয়েছে নাসরিন আক্তার, তার ননদ রানী আক্তার ও একই বাড়ির কামাল হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় নাসরিন আক্তারের পিতা ইসমাইল হোসেন বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, আমার মেয়ের জামাইয়ের ক্রয়সূত্রে জমিতে তারা দেয়াল নির্মান করতে গেলে পাশ্ববর্তী সুমনের স্ত্রী ফেন্সি লোকজন নিয়ে হামলা চালায়। এতে আমার মেয়ে সহ ৩জন আহত হয়। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার কামনা করি। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক ফজলুল করিম বলেন, হামলার ঘটনায় পেন্সি আক্তার, বিলকিস বেগম , জান্নাতুল ফেরদৌস, ফাতেমা আক্তার নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে৷ ২জনকে আমরা গ্রেফতার করি আদালতে পাঠিয়েছি। আদালত তাদের কারাগারে প্রেরন করে। |