আজ শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ০২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
 / মিডিয়া / যায়যায়দিন পত্রিকার কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
যায়যায়দিন পত্রিকার কার্যালয় দখল ও ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 13 March, 2025 at 2:14 AM
যায়যায়দিন পত্রিকার কার্যালয় দখল ও  ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনসাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঠুনকো অজুহাতে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। এর আগে দখল করা হয় প্রতিষ্ঠানটির তেজগাঁও কার্যালয়। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান মালিকপক্ষ ও সাংবাদিকরা, কর্মচারী ও কর্মকর্তারা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে, পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ বলেছেন, শফিক রেহমানের ঠুনকো অজুহাতে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়।  
এ সময় লিখিত বক্তব্যে কাজী রুকুনউদ্দীন আহমেদ বলেন, প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে সামনে রেখে অবৈধভাবে প্রধান কার্যালয় ও ছাপাখানা দখল করেছে একটি কু-চক্রী মহল। তারা সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে বর্তমান মালিক সাঈদ হোসেন চৌধুরীর কাছ থেকে যায়যায়দিন ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা বর্ষীয়ান এই সাংবাদিকের সম্মানের কথা ভেবে নীরবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কু-চক্রী মহলটি আইন-আদালতসহ সর্বত্র প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে চালিয়ে যাচ্ছে।'
তিনি বলেন,' আমরা সরকারের প্রতি আহ্বান জানাব, একটি মিডিয়া হাউজ কোন শক্তির জোরে দখল করা হয়েছে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে।'
দখলের বিষয়ে তিনি বলেন, ' দুঃখজনক হলো, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ যায়যায়দিন কার্যালয় ও প্রেস বেদখল হওয়ার পর আমরা বিধি মোতাবেক ডিসি অফিসকে অবহিত করে অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর ব্যবস্থা করি। পরপর দুটি প্রেস পরিবর্তনের বিষয়টিও যথারীতি ডিসি অফিসকে জানানো হয়। কিন্তু ডিসি অফিস শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঠুনকো অজুহাতে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করে। 
এর আগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় আমাদের জানায়, লাভ রোডে অবস্থিত ছাপাখানা ও যায়যায়দিন পত্রিকার প্রধান কার্যালয় আইনগতভাবে শফিক রেহমানের। কিন্তু আইনগত কোন প্রক্রিয়ায় তিনি এসব প্রাপ্ত হয়েছেন তার কিছুই উল্লেখ করা হয়নি। এ ঘটনার পর সাঈদ হোসেন চৌধুরী হাইকোর্টে রিট দাখিল করেছেন। গত ফেব্রুয়ারি মাসে আদালত যায়যায়দিন পত্রিকার সবকিছুই সাঈদ হোসেন চৌধুরীর পক্ষে থাকবে বলে তিন মাসের ‘স্থিতাবস্থা’ দিয়েছেন। তারপরেও সবকিছু দখল হয়ে গেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য সব উপদেষ্টারা বারবার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, কোনো অজুহাতে একটি গণমাধ্যমও যেন বন্ধ না হয় সে ব্যাপারে সতর্ক করছেন। সেখানে যায়যায়দিন আইনগতভাবে নিয়মিত প্রকাশিত হওয়ার পরও কোন শক্তির ইশারায় এর ডিক্লারেশন বাতিল করা হলো তা আমাদের বোধগম্য নয়। তাহলে কি আমরা ধরে নিতে পারি সরকারের ওপর সরকার রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের ১৮ কোটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর, পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন বেদখলে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। এরই নীল নকশা হিসাবে এ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মণ্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ইতোমধ্যে একটি ভুয়া-বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। যায়যায়দিন বেদখলের পাঁয়তারাকারী চক্র ওই মামলায় তাকে গ্রেপ্তারের জন্য কয়েক দফা অপতৎপরতাও চালিয়েছে। প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে সামনে রেখে ওই চক্র সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর  তেজগাঁও শিল্পাঞ্চলের ৪৪৬/ই+এফ+জি হোল্ডিংয়ে অবস্থিত দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল করে রেখেছে। সেখান থেকে তারা অবৈধভাবে দৈনিক যায়যায়দিনের মূল লোগোর সঙ্গে হুবহু মিল রেখে ‘দৈনিক যায়যায়দিন প্রতিদিন’ নামের একটি পত্রিকা প্রকাশ করছে। যা আইনগতভাবে তারা করতে পারেন না। 
যায়যায়দিন পত্রিকাটির বেচাকেনার ঘটনা বর্ননা করে সংবাদ সম্মেলনে জানানো হয়,  ২০০৭ সালে চরম আর্থিক সংকটে পড়েন শফিক রেহমান। সেসময় যায়যায়দিন পত্রিকার সংবাদকর্মীদের বেতন পর্যন্ত দিতে পারেননি। এছাড়া কোটি কোটি টাকার ব্যাংক ঋণও পরিশোধ করতে না পারায় বেকায়দায় পড়েন তিনি। আর্থিক দৈন্যদশা চরমে পৌছালে পাওনাদারদের হাত থেকে বাঁচতে বিদেশে পালানোর চেষ্টা করেন শফিক রেহমান। খবর পেয়ে পাওনাদার সাংবাদিকরা তাকে বিমানবন্দর থেকে ধরে আনেন। ওই সময় পূর্ব পরিচয় ও ঘণিষ্টতার সূত্র ধরে এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীকে যায়যায়দিন পাবলিকেসন্স-এর শেয়ার কিনে নিয়ে তাকে সহয়তা করার আনুরোধ জানান।
প্রবীণ এই সাংবাদিকের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে সাঈদ হোসেন চৌধুরী তা কিনে নিতে সম্মত হন। সাঈদ হোসেন চৌধুরী শফিক রেহমানের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করেন। বিনিময়ে ২৩/০৩/২০০৭ইং তারিখে ফরম-১১৭ এর মাধ্যমে জনাব শফিক রেহমান, তার স্ত্রী জনাবা তালেয়া রহমান এবং ছেলে সুমিত রহমান তাদের যায়যায়দিন পাবলিকেসন্সের সব শেয়ার জনাব সাঈদ হোসেন চৌধুরী (নমিনি এইচআরসি মিডিয়া লিমিটেড) ও আবুল হাসান মো. আল ফারুক (নমিনি এইচআরসি মিডিয়া লিমিটেড) বরবার হস্তান্তর করেন। 
এবং ২৫/০৩/২০০৭ইং তারিখে জনাব শফিক রেহমান ও জনাবা তালেয়া রেহমান ফরম-১১৭ এর মাধ্যমে তাঁদের যায়যায়দিন প্রিন্টার্সের শেয়ার এইচআরসি মিডিয়া লিমিটেড এবং এইচআরসি বাংলাদেশ লিমিটেডের নামে হস্তান্তর করেন। 
শেয়ার হস্তান্তরসহ সকল প্রক্রিয়া শেষে জনাব শফিক রেহমান ২০০৭ সালের ১৭ জুলাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত, ঢাকার সম্মুখে উপস্থিত হয়ে ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিষ্ট্রেশন) আইনের ১৬ ধারা মোতাবেক ৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘যায়যায়দিন’ নামক পত্রিকার প্রকাশকের পদ থেকে পদত্যাগ করেন। 
পরবর্তীতে প্রশাসনিক প্রক্রিয়া পেরিয়ে ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত, ঢাকার সম্মুখে উপস্থিত হয়ে আবুল হাসান মো. আল-ফারুক, পিতা- প্রফেসর মো. আবু তালিব যায়যায়দিনের প্রকাশকের দায়িত্ব গ্রহণ করেন। ফরম- ‘বি’ পত্রিকা প্রকাশকের ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি বাংলা দৈনিক ‘যায়যায়দিন’ নামক পত্রিকার প্রকাশক। যাহা ৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২০৮ হইতে প্রকাশিত এবং ৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২০৮ ঠিকানায় অবস্থিত ‘যায়যায়দিন প্রিন্টার্স লিমিটেড’ হইতে মুদ্রিত হইবে। 
পরবর্তীতে আবুল হাসান মো. আল-ফারুক ২০১১ সালের ৯ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত, ঢাকার সম্মুখে উপস্থিত হয়ে ‘ফরম-সি পত্রিকা প্রকাশকের পদত্যাগের ঘোষণাপত্রের মাধ্যমে প্রকাশকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। 
আবুল হাসান মো. আল-ফারুক প্রকাশকের পদ থেকে পদত্যাগ করার পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদ হোসেন চৌধুরী, পিতা- হেদায়েত হোসেন চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত, ঢাকার সম্মুখে যায়যায়দিনের প্রকাশক ও মুদ্রাকরের দায়িত্ব গ্রহণ করেন।  ফরম- ‘বি’ পত্রিকা প্রকাশক ও মুদ্রাকরের ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি বাংলা দৈনিক ‘যায়যায়দিন’ নামক পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর। যাহা এইচআরসি মিডিয়া ভবন ৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২০৮ হইতে প্রকাশিত এবং ৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২০৮ ঠিকানায় অবস্থিত ‘যায়যায়দিন প্রিন্টার্স লিমিটেড’ হইতে মুদ্রিত হইবে। 
এর আগে গত ১৪/০৬/২০১১ইং তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত, ঢাকার সম্মুখে ‘ফরম-এ’ ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিষ্ট্রেশন) আইনের ৪(২) মোতাবেক ছাপাখানার ঘোষণাপত্রে জনাব সাঈদ হোসেন চৌধুরী সত্য ভাষণ দেন যে, আমি এইচআরসি মিডিয়া ভবন, ৪৪৬ ই+এফ+জি, তেজগাঁও শিল্প এলাকা, লাভ রোড, ঢাকা-১২০৮ ঠিকানায় অবস্থিত ‘যায়যায়দিন প্রিন্টার্স লিমিটেড’ নামক ছাপখানার রক্ষক ও মুদ্রাকর। যাহাতে নিম্নলিখিত মেশিনপত্র আছে। 
উল্লেখিত সময় হইতে  সাঈদ হোসেন চৌধুরী অদ্যবধি দৈনিক যায়যায়দিন নিষ্ঠার সঙ্গে প্রকাশক ও মুদ্রাকর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ফরম-বি এর ঘোষণা অনুযায়ী উল্লেখিত সময়ে তিনি বাংলাদেশ অথবা বাংলাদেশ সরকারের স্বার্থের পরিপন্থি বা কোনো আপত্তিকর বিষয় যায়যায়দিন পত্রিকায় মুদ্রণ বা প্রকাশ করেননি। এবং ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন) সমুদয় নিয়ামবলী মেনে চলছেন।
 সাঈদ হোসেন চৌধুরীর নামে ‘যায়যায়দিন পাবলিকেশনস লিমিটেডের’ ই-ট্রেড লাইসেন্স রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের দেওয়া ওই ট্রেড লাইসেন্সের মেয়াদ ৩০ জুন, ২০২৫ পর্যন্ত। ট্রেড লাইসেন্সে ব্যবসার প্রকৃতি- লিমিটেড কোম্পানি, ব্যবসার ধরণ- দৈনিক পত্রিকা প্রকাশনা, সকল প্রকার আমদানিকারক এবং ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা- ৪৪৬ ই+এফ+জি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ উল্লেখ রয়েছে। 
এই ট্রেড লাইসেন্সের উপর ‘যায়যায়দিন পাবলিকেশনস লিমিটেড’ নিয়মিত আয়কর প্রদান করে আসছে। ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত আয়কর পরিশোধ করা হয়েছে। (কপি সংযুক্ত-৯)
একই সঙ্গে ‘যায়যায়দিন পাবলিকেশনস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করে আসছে। সর্বশেষ ১৪৩১ (বাংলা)/ ২০২৫ (ইংরেজি) সাল পর্যন্ত কর পরিশোধ করা হয়েছে। 
এছাড়া জাতীয় অনলাইন নীতিমালা-২০১৭ (সংশোধিত, ২০২০) অনুযায়ী অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য তথ্য অধিদপ্তর কর্তৃক সাঈদ হোসেন চৌধুরীর নামে নিবন্ধন প্রদান করা হয়। যার হালনাগদ নবায়ন রয়েছে। 
ঘটনার বর্ননায় যায়যায়দিনের কর্মকর্তারা জানান , শফিক রেহমান ২০০৭ সালের ১৭ জুলাই দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার প্রকাশকের দায়িত্বভার থেকে পদত্যাগ করলেও ২০০৮ সালের ৬ মে পর্যন্ত বেতনভুক্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ৫ মে তিনি স্বেচ্ছায় সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। তিনি তার লিখিত পদত্যাগপত্রে বলেন, ৬ মে ২০০৮ইং তারিখ দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক হিসেবে তার নাম থাকবে। তবে ৭ মে ২০০৮ইং তারিখ থেকে তার নাম এর পত্রিকার সম্পাদক হিসেবে থাকবে না।
এ সংক্রান্ত খবর ৬ মে ২০০৮ইং তারিখের যায়যায়দিন পত্রিকার টপ লিডে ‘সম্পাদকের পদ ছেড়ে দিয়েছেন শফিক রেহমান’ এই শিরোনামে প্রকাশিত হয়। 
এছাড়াও ২০০৮ সালের ৬ মে দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদকীয় পাতায় ‘যায়যায়দিন ও পাঠকের সঙ্গে ২৯ বছরের সম্পর্ক’ শিরোনামে শফিক রেহমানের নিজের স্মৃতিচারণকমূলক একটি লেখা প্রকাশিত হয়। পাঠকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রিয় পাঠক, গতকাল ৫ মে ২০০৮- এ আমি দৈনিক যায়যায়দিনের সম্পাদকের পদটি ছেড়ে দিয়েছি। এরই সঙ্গে ছিন্ন হয়েছে যায়যায়দিন-এর সঙ্গে আমার সুদীর্ঘ ২৯ বছরের সম্পর্ক।’ 
শফিক রেহমান পদত্যাগ করার পর শহীদুল হক খান দৈনিক যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। স্বল্প সময়ের ব্যবধানে শহীদুল হক খান এ পদ থেকে পদত্যাগ করলে জনাব বরুণ শংকর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
যে ভিটামিন আপনার পুরুষত্ব বাড়াবে
যে ভিটামিন আপনার পুরুষত্ব বাড়াবে
টেস্টোস্টেরনকে বলা হয় যৌন হরমোন। এটি উৎপাদনের জন্য অপরিহার্য, ভিটামিন এ ডিম, দুধ, মাংস, কমলা বা হলুদ ফল এবং শাকসবজি। ...
খালেদা জিয়া দেশে ফিরতে পারেন ৫ মে
খালেদা জিয়া দেশে ফিরতে পারেন ৫ মে
প্রায় চার মাস পর আগামী ৫ই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ ৪ মে লন্ডন ...
শ্রমিক সুরক্ষায় আইন আছে, কিন্তু কতটা কার্যকর?
শ্রমিক সুরক্ষায় আইন আছে, কিন্তু কতটা কার্যকর?
বাংলাদেশে শ্রমিকদের সুরক্ষায় একাধিক আইন ও বিধিমালা রয়েছে। শ্রম আইন ২০০৬ এবং এর সংশোধিত রূপে শ্রম (সংশোধন) আইন ২০১৮, শ্রমিকদের ...
ভারতের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, পাকিস্তানের বিশাল মহড়া
ভারতের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, পাকিস্তানের বিশাল মহড়া
কাশ্মীরের পহেলগাম হামলার প্রেক্ষাপটে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সমর্থন জানান বলে ...
ব্যতিক্রমী ‘এপ্রিল’ : বছরের উষ্ণতম মাসে মিলেছে ঠান্ডা স্বস্তি
ব্যতিক্রমী ‘এপ্রিল’ : বছরের উষ্ণতম মাসে মিলেছে ঠান্ডা স্বস্তি
বাংলাদেশের আবহাওয়ায় এপ্রিল মাস মানেই তীব্র দাবদাহ, ঘনঘন তাপপ্রবাহ ও সূর্যদগ্ধ জনজীবনের হাহাকার। অনেকেই বলেন, বছরের সবচেয়ে উষ্ণতম মাস এটি। ...
বদলে যাচ্ছে লাইসেন্স কাঠামো: বড় সংস্কার আসছে টেলিকম নীতিমালায়
বদলে যাচ্ছে লাইসেন্স কাঠামো: বড় সংস্কার আসছে টেলিকম নীতিমালায়
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের লাইসেন্সিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি প্রকাশিত ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ...
বিদেশিদের নয়, সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করতে হবে: মানবিক করিডোর প্রসঙ্গে তারেক রহমান
বিদেশিদের নয়, সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করতে হবে: মানবিক করিডোর প্রসঙ্গে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে ...
‘ভারতের শত্রুদের পরাজয় চেয়ে’ জুমার নামাজের পর বিশেষ দোয়ার আহ্বান
‘ভারতের শত্রুদের পরাজয় চেয়ে’ জুমার নামাজের পর বিশেষ দোয়ার আহ্বান
শত্রুদের পরাজয়, দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় চেয়ে জুমার নামাজের পর মসজিদগুলোতে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন ভারতের ‘অল ইন্ডিয়া মুসলিম ...
তীব্র গরমে জনসাধারণের পাশে পলিমাটি
তীব্র গরমে জনসাধারণের পাশে পলিমাটি
গ্রীস্মের শুরুতেই গত কয়েক দিনের তীব্র তাপদাহে রাজশাহীর জনজীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ বিশেষ করে শহরে চলাচলকারী ...
১০
তীব্র গরমে জনসাধারণের পাশে পলিমাটি
তীব্র গরমে জনসাধারণের পাশে পলিমাটি
গ্রীস্মের শুরুতেই গত কয়েক দিনের তীব্র তাপদাহে রাজশাহীর জনজীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ বিশেষ করে শহরে চলাচলকারী ...
 
মালয়েশিয়ায় নির্মিত 'কোলকাতার ট্যুরিস্ট গাইড'
মালয়েশিয়ায় নির্মিত 'কোলকাতার ট্যুরিস্ট গাইড'
উদয়ীমান নাট্য অভিনেতা ফরহাদ বাবু। তিনি টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিত লাভ করেছেন। সম্প্রতি তাঁর  অভিনীত মালয়েশিয়ায় নির্মিত কোলকাতার ট্যুরিস্ট ...
নির্বাচন বিলম্বিত করা মানে ৫ আগস্টের সঙ্গে বেঈমানি: আহমেদ আযম খান
নির্বাচন বিলম্বিত করা মানে ৫ আগস্টের সঙ্গে বেঈমানি: আহমেদ আযম খান
জাতীয় সংসদ নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ অভ্যত্থানের সঙ্গে বেঈমানী করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ...
রামুতে বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন
রামুতে বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন
কক্সবাজারের রামুতে সরকারী জমি থেকে উচ্ছেদ আতংকে ভোগছে ৩ শতাধিক পরিবার। জীবনের একমাত্র সম্বল  বাসস্থান থেকে উচ্ছেদ না করার দাবীতে ...
মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযান- আটক ৬
মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযান- আটক ৬
মৌলভীবাজার সদর থানার আওতাধীন চাঁদনীঘাট, সৈয়ারপুর রোড, কাশীনাথ রোড, ক্লাব রোড এবং কোর্ট রোড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা ...
চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরায় ভূয়া এনএসআই সদস্য গ্রেপ্তার
চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরায় ভূয়া এনএসআই সদস্য গ্রেপ্তার
এনএসআই সদস্য পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার(২১ এপ্রিল) ...
রেমিট্যান্স বাড়ছে, নেপথ্যে যেসব কারণ
রেমিট্যান্স বাড়ছে, নেপথ্যে যেসব কারণ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলন দমাতে মরিয়া হয়ে ওঠে ...
বোয়ালখালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
বোয়ালখালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালীতে লোকালয়ে চলে আসা ১২ ফুট লম্বা অজগর ধরেছে একদল পথচারী। দিশেহারা হয়ে যাওয়া অজগরটিকে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ ...
ইলিয়াস-জুলকারনাইনদের উদ্দেশে হান্নান মাসউদের পোস্ট
ইলিয়াস-জুলকারনাইনদের উদ্দেশে হান্নান মাসউদের পোস্ট
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। একের পর এক বিতর্ক—নতুন অফিস, ...
বোয়ালখালীতে অস্ত্র-গুলিসহ ৪জনকে আটক করেছে সেনাবাহিনী
বোয়ালখালীতে অস্ত্র-গুলিসহ ৪জনকে আটক করেছে সেনাবাহিনী
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ রাউন্ড এ্যামোনিশন(গুলি), দেশিয় অস্ত্র ও নগদ টাকাসহ ৪জনকে আটক করেছে সেনাবাহিনী।শুক্রবার (২৫ এপ্রিল) ভোর ...
১০
‘আমি কথা বলতে চাই’─ আইনি নোটিশ প্রসঙ্গে তাসনিম জারা
‘আমি কথা বলতে চাই’─ আইনি নোটিশ প্রসঙ্গে তাসনিম জারা
ডা. তাসনিম জারাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে।এ নিয়ে শুক্রবার (২৫ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com