![]() সিএমকেএস ফরিদপুরের এসআরএইচ সেবা প্রদানকারীদের নিয়ে সভা অনুষ্ঠিত
মো. পলাশ খান:
|
![]() সভায় সিএসকেএস ফরিদপুরের ইনর্চাজ সভাটির আয়োজনের উদ্দশ্য সর্ম্পকে আলোচনা করতে গিয়ে বলেন, ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটি (সিএমকেএস) একটি বেসরকারি অলাভজনক সংস্থা যা জাতি, বর্ণ, লিঙ্গর ভিত্তিতে কোনও সামাজিক বেষম্য ছাড়াই সর্বাধিক দূর্বল গোষ্ঠির জন্য একটি সমৃদ্ধ পরিবেশ বান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে ২০০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা পরবর্তী কাজ করে যাচ্ছে। ফরিদপুরে দেশের তৃতীয় লিঙ্গসহ ঝুঁকিপূর্ণ পুরুষ জনগোষ্ঠিদের আচরণ পরিবর্তনসহ তাদের এইচআইভি এইডস প্রতিরোধ ও য²া নির্মূলে র্কাযক্রম পরিচালনা করছে সিএমকেএস। কিন্তু এ জনগোষ্ঠির একমাত্র সুস্থ্যতাই যথেষ্ট নয়। তাদের স্ত্রীদের প্রজনন স্বাস্থ্যের সুস্থ্যতাও বিশেষভাবে জরুরী। সভায় জ্যোতিব্রত বিশ্বাস বলেন, আরএইচস্টেপ প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতায় দীর্ঘ দিন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে আসছে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিদের জন্য আরএইচস্টেপ সকল ধরণের সেবা সহযোগীতা অব্যাহত রাখবে। পাশাপাশি সিএমকেএস ফরিদপুরের লক্ষিত জনগোষ্ঠিদের তাদের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে তাদের স্ত্রীদের প্রসব পূববর্তী ও পরবর্তী মান সম্মত সেবা প্রদান করবে। মো. হাফিজুর রহমান বলেন, সিএমকেএস ও এফপিএবি দীর্ঘ দিন ব্যাপি এইচটিসি সম্পাদন সূত্রে সম্পর্কিত যা বর্তমানেও বিভিন্ন কার্য সম্পাদনের মধ্য দিয়ে উক্ত সম্পর্ক বিদ্যমান। সভাপতির বক্তব্যে শশাঙ্ক শেখর দাস বলেন, বিষয়টি গোপনীয়তার হলেও প্রজনন স্বাস্থ্যের সুস্থ্যতাকে উপক্ষা করার সুযোগ নেই। প্রজনন স্বাস্থ্যের চিকিৎসাহীনতায় একজন নারী তার প্রজনন ক্ষমতা যেমন হারিয়ে ফেলতে পারেন। তেমনি ভোগ করতে পারেন দীর্ঘদিনের জলিল অসুস্থ্যতা। সুতরাং অসুস্থ্যতায় চিকিৎসা গ্রহণ আবশ্যক। সিএমকেএস প্রজনন স্বাস্থ্যের সুস্থতা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানদের নিয়ে এজাতীয় সভার আয়োজনকে তাৎপর্যপূর্ন উল্লেখ করে তিনি সেবা প্রদানকারী সংস্থা সমূহের মধ্যে আরো সম্পর্ক উন্নোয়ন ও সেবা আদান প্রদানের প্রতি গুরুপ্ত আরোপ করেন। পাশাপাশি সিএমকেএস ফরিদপুরের লক্ষিত জনগোষ্ঠিদের জন্য নগর স্বাস্থ্য কেন্দ্রের সকল চিকি’সা সেবা সুলভে প্রদান করা হবে মর্মে তিনি সভায় জানান। |