![]() দীর্ঘ ১৫ বছর পরে নিজ এলাকায় সাংবাদিক সাইফুল ইসলাম মিঠু
নতুন বার্তা, চুয়াডাঙ্গা:
|
![]() দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে জনজীবনে স্বস্তি ফিরে আসায় মুক্ত পরিবেশে তিনি নিজ এলাকায় ছুটে আসেন। আজ ২৭শে আগস্ট মঙ্গলবার, দুপুরে সাংবাদিক মিঠু’র নিজ এলাকায় ফিরে আসার খবর শুনে তাকে দেখতে ছুটে আসেন ও মুঠোফোনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ শুভেচ্ছা বিনিময় করেন। এসব মানুষের মাঝে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রভাষক ড. সাইফুল আরেফিন লেলিন, জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখা জামায়াতের আমীর মো. দারুসসালাম, সেক্রেটারি প্রফেসর শফিউল আলম বকুল, পৌর সহকারী সেক্রেটারি নূর মোহাম্মদ হোসাইন টিপু, বিশিষ্ট চিকিৎসক ডা. হাদী জিয়া উদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের উপজেলা প্রধান সমন্বয়ক অমি, ডাক্তার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় ব্যক্তিবর্গ। সাক্ষাৎকালে সাংবাদিক সাইফুল ইসলাম মিঠু জানান, দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে আজ পুরো দেশবাসী মুক্ত পরিবেশে প্রাণভরে নিশ্বাস নিতে পারছে। এই স্বাধীনতা আমরা সব সময়ই প্রত্যাশা করে আসছি। বিরোধী রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি হলেই কেউ যেন মিথ্যা ষড়যন্ত্রের শিকার না হন সে আশা করি। সুখী সমৃদ্ধ শান্তি প্রিয় জনপদের নাগরিক হিসেবে এটা প্রত্যেক বাংলাদেশী জনগণেরও চাওয়া। সবাইকে ধন্যবাদ, আপনারা যারা এসেছেন, কথা বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনাদেরকে ভালো রাখুন। |