![]() ময়মনসিংহের ধোবাউড়ায় ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের নিয়ে স্বপ্নসারথি দল গঠন
ময়মনসিংহ প্রতিনিধি:
|
![]() অনুষ্ঠানে বাংলাদেশে বর্তমানে বাল্য বিয়ের অবস্থা, বাল্য বিয়ের কারন এবং বাল্য বিয়ের ফলে সৃষ্ট সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থান করেন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার জয়শ্রী সরকার। পাশাপাশি তিনি আরো বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে চলেছে। স্বপ্নসারথি কি, স্বপ্নসারথি দলের সদস্য হওয়ার শর্তসহ এ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন কর্মসূচির ম্যানেজার (কমিউনিকেশন) সোনিয়া ফারজানা। স্বপ্নসারথি দল গঠন বিষয়ে জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস জানান, প্রতিটি উপজেলার ৪ টি ইউনিয়নের ১০ টি গ্রামে খানা জরিপের মাধ্যমে ১৩ থেকে ১৭ বছর বয়সী ২৫ জন কিশোরীদের খুঁজে নেওয়া হয়। এই ২৫ জন কিশোরীর সমন্বয়ের স্বপ্নসারথি দল গঠন করা হচ্ছে। এই দলের কিশোরীদের বিভিন্ন সচেতনা ও দক্ষতামূলক সভা, সেশনের মাধ্যমে আত্নবিশ্বাসী করে গড়ে তোলা হবে। যাতে করে তারা নিজেরা নিজেদের বাল্য বিয়ে বন্ধে অভিভাবকদের সচেতন করতে পারে। পাশাপাশি গ্রামের তাদের বয়সী কিশোরীদেরও বাল্য বিয়ে প্রতিরোধে সচেতন করতে পারে। এছাড়াও এই কিশোরীদের অভিভাবকদের নিয়ে নিয়মিত বৈঠকের মাধ্যমে তাদের সচেতন করা হবে। এভাবে নির্ধারিত গ্রামকে বাল্য বিয়ে মুক্ত করা হবে। স্বপ্নসারথি দল পরিচালনা জন্য ৩ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। উপস্থিত সকলের সম্মতিক্রমে ফারিয়া আক্তার আহবায়ক এবং ফারজানা আক্তার ও জাকিয়া খাতুন সহ আহবায়ক নির্বাচিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে নিজেরা বাল্য বিয়ে করবে না এবং তাদের গ্রামকে বাল্য বিয়ে মুক্ত রাখবে মর্মে শপথ নেয়। এখানে উল্লেখ্য অদ্য ২৪ মে জেলার ত্রিশাল ও গৌরীপুর উপজেলায় পৃথক ২টি স্বপ্নসারথি দল গঠন করা হয়। |