![]() সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার ৫ম কাউন্সিল অনুষ্ঠিত
মুফিদুল ইসলাম মুফিদ:
|
![]() কাউন্সিল সভা পরিচালনা করেন শহর শাখার সংগঠক শ্যামল সরকার। কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ নন্দী। কাউন্সিল সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার গণতান্ত্রিক একই পদ্ধতির শিক্ষানীতি বাস্তবায়নের দাবিতে ছাত্র সমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ ছাত্র সংগঠন হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়। ৫ম কাউন্সিলের মাধ্যমে বিজয় দাসকে আহ্বায়ক ও শ্যামল সরকারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার ৬ষ্ঠ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফাহাদ আহমেদ, উস্মিতা পাল, সমীরণ সরকার, ইমদাদুল হক মাহফুজ, পল্লব দেব, অনুজয় দাস প্রত্যয়, ফায়াজউদ্দিন নাঈম, মো: সাব্বির চৌধুরী, পিনাক সরকার, মিরাজ উদ্দিন তুয়েল, অপুু দাশ, সৌম্য রায়, প্রত্যাশা অধিকারী। |