আজ মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ০৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ
 / অপরাধ / ‘সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণে এখনো হজের ফ্লাইট, মূলহোতা সেই তসলিম
‘সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণে এখনো হজের ফ্লাইট, মূলহোতা সেই তসলিম
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 6 May, 2025 at 12:31 PM
‘সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণে এখনো হজের ফ্লাইট, মূলহোতা সেই তসলিমআওয়ামী লীগ সরকারের প্রভাবে ৬ বছরের বেশি সময় ধরে তিনি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সভাপতির দায়িত্বে থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে হজ ব্যবস্থাপনায় অনিয়মের হোতা যুবলীগ নেতা এম শাহাদাত হোসেন তসলিম । এবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তিনি। তার নিয়ন্ত্রণেই থাকছে হজের ফ্লাইট। নিজের ‘ডাইন্যাস্টি’ ট্রাভেলের মাধ্যমে তিনি সৌদির বেসরকারি বিমান সংস্থার জিএসএর (জেনারেল সেলস এজেন্ট) দায়িত্ব নেন।

এর মাধ্যমে অতিরিক্ত ভাড়া নিয়ে তিনি হজযাত্রীদের নিম্নমানের বিমান সেবা দিয়েছেন। ফ্লাইনাস এয়ালাইন্সের নিজস্ব অ্যাকাউন্টে পে-অর্ডার না করে তিনি নিজের অ্যাকাউন্টের মাধ্যইে সব আর্র্থিক লেনদেন করেছেন। এভাবেই তিনি প্রতি হজযাত্রীর কাছ থেকে অর্ধলাখের বেশি কমিশন বাগিয়েছেন।

৫ আগস্টের পর থেকে তসলিম পলাতক রয়েছেন। তার অধীনে থাকা ফ্লাইনাসের জিএসএ বাতিল করে বেঙ্গল এয়ারলিপ্ট নামের একটি প্রতিষ্ঠানকে জিএসএ অনুমোদন দেয় সৌদি আরব। তবে, তার বিরুদ্ধে গোপনে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ফ্যাসিস্ট কর্মকর্তা ও সৌদির সঙ্গে সমাঝোতা করে ফের ফ্লাইনাসের জিএসএ বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে হাবের কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই নিয়ে হাবের বর্তমান কমিটি একটি ‘তদন্ত কমিটি’ গঠন করেছে। তসলিমের বিরুদ্ধে ‘আল রশিদ ফাউন্ডেশনে’র নামে সরকারের কাছ থেকে প্লট বাগিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানো সিন্ডিকেটেরও তিনি অন্যতম সদস্য।
তসলিম সিন্ডিকেটের অপতৎপরতায় কয়েক বছর ধরে অস্বাভাবিক ভাবে বেড়েছে হজ প্যাকেজের মূল্য। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ধর্মপ্রাণ মুসলমানরা হজে যেতে পারছেন না। হজের নির্ধারিত কোটাও পূরণ হচ্ছে না। ৩ বছর ধরে সৌদি আরবে নির্ধারিত হজের কোটা পূরণ করতে ব্যর্থ হয়েছে ধর্ম মন্ত্রণালয়।

জানা যায়, হজ ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে একক আধিপত্য তৈরি করেন তসলিম। গড়ে তুলেন দুর্ভেদ্য কঠিন সিন্ডিকেট। নিয়ম না মেনে টানা চতুর্থবারের মতো তিনি হাবের সভাপতি হন। এ ক্ষমতাকে কাজে লাগিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বাড়ান হজের বিমান ভাড়াও।

বর্তমানে আত্মগোপনে থেকেও তিনি হজ ব্যবস্থাপনাকে ঘিরে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তার গঠিত ‘সিন্ডিকেট’ এখনো সক্রিয়। হাবের নতুন কমিটিতেও তার রয়েছে ব্যাপক প্রভাব। তিনি রাজধানীর গুলশানেই অবস্থান করছেন বলে অনেকে দাবি করেছেন।

জানা যায়, তসলিম ২০২২ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সৌদির ফ্লাইনাস বিমান সংস্থার মাধ্যমে বাংলাদেশের হজযাত্রী পরিবহণের অনুমতি নেন। ২০২৩ সালে ফ্লাইনাস হজযাত্রী পরিবহণ শুরু করার পর থেকেই হজের বিমান ভাড়া এক লাফে ৫৮ হাজার টাকা বেড়ে যায়। হজ ব্যবস্থাপনায় সৃষ্টি হয় নৈরাজ্য।

ফ্লাইনাস মূলত সৌদি আরবের ব্যক্তিমালিকানাধীন স্বল্পমূল্যের বিমান সংস্থা হিসাবে পরিচিত। বিগত বছরগুলোতে এর ছোট ও নিম্নমানের বিমান এনে হজযাত্রী পরিবহণ করেছেন তসলিম। যারা ফ্লাইনাসের যাত্রী হয়ে হজে গেছেন তারাই প্রতারণার শিকার হয়েছেন।

হজযাত্রী পরিবহণে আরও (বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলাইন্স) দুই বিমান সংস্থা রয়েছে। ফ্লাইনাসের বিমানগুলো নিম্নমানের হওয়ায় এর ভাড়া অন্য দুই বিমান সংস্থার ভাড়ার চেয়ে অনেক কম। এরপরও তসলিম প্রতি হজযাত্রীর কাছ থেকে জাতীয় বিমানের সমপরিমাণ ভাড়া আদায় করতেন।

বেশি মূল্যর ভাড়া নিয়ে তিনি নিম্নমানের বিমান সার্ভিস দিতেন। এভাবেই হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করে তিনি শত শত কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে। হজযাত্রী পরিবহণ সব বিমান সংস্থার জন্য উন্মুক্ত করার দাবি উঠলেও তসলিম সিন্ডিকেটের কারণে সেটি আলোর মুখ দেখেনি।

মোহাম্মদ আলী নামে হাবের এক সদস্য যুগান্তরকে বলেন, যুবলীগ নেতা তসলিমের সিন্ডিকেটের লোকজন বর্তমানের হাব দখল করে আছেন। তিনি হাবের দায়িত্ব পালনের সময় আয়-ব্যয়ের কোনো হিসাব দেননি। যদিও প্রতিবছর হাবের প্রায় আড়াই কোটি টাকার মতো আয় রয়েছে।

ফ্লাইনাসের জিএসএ নিয়ে তিনি শত শত কোটি টাকা প্রফিট করেছেন। এছাড়া তিনি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেটের অন্যতম সদস্য। সবমিলিয়ে তিনি হাজার কোটি টাকার মালিক বনে গেছেন।

নানা অভিযোগের জবাবে হাবের সাবেক সভাপতি ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য তসলিম বলেন, ৫ আগস্টের পর থেকে আমি যুক্তরাষ্ট্রে অবস্থান করছি। বর্তমানে ‘ডাইন্যাস্টি’ ট্রাভেল এজেন্সির চেয়ারম্যানের দায়িত্ব মেজবাহ উদ্দিন সাঈদকে দেওয়া হয়েছে। তিনি প্রতিষ্ঠানের সবকিছু দেখাশোনা করছেন।

এছাড়া তিনি জামায়াতের রাজনীতি সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, তা এক ধরনের গল্প কাহিনী। এর কোনো সত্যতা নেই। হাবের টাকা আত্মসাতের বিষয়ে তিনি বলেন, হাবের টাকা এককভাবে আমার ভোগ করার কোনো সুযোগ নেই। এছাড়া আল রশিদ ফাউন্ডেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নামে যেসব অভিযোগ রয়েছে সেগুলোও সত্য নয়।

হাবের বর্তমান সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, হাবের বিগত ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ১৫ কোটি টাকার মতো আয় হওয়ার কথা রয়েছে। এই সময় দায়িত্বে ছিলেন এম শাহাদাত হোসেন তসলিম। বিগত এই ৬ বছরে আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে এই আয়-ব্যয়ের কি অবস্থা জানা যাবে।

এদিকে ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দ’দের সংগঠনের নেতারা এক লিখিত বক্তব্যে জানান, যুবলীগ নেতা ও হাবের অবৈধ সভাপতি বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি নিয়মিত অফিস সময়ের বাইরেও লোকজন নিয়ে রাত ৩-৪টা পর্যন্ত হাব অফিস ব্যবহার করতেন, যা হাব গঠনতন্ত্রের পরিপন্থি। কেউ প্রতিবাদ করলে তার ওপর জুলুম-নির্যাতন চালানো হতো।

এছাড়া ২০২৩ সালে হজের বিমান ভাড়া হঠাৎ করে ৫৮ হাজার টাকা বাড়ানো হয়। এতে ১ লাখ ২৩ হাজার হাজিকে অতিরিক্ত গুনতে হয় প্রায় ৭১৩ কোটি ৪০ লাখ টাকা। এমনকি হজ টিকিটের টাকা ফ্লাইনাস এয়ারের নামে পে-অর্ডার না করে তসলিমের ট্রাভেল এজেন্সি ডাইন্যাস্টি ট্রাভেলসের নামে পে-অর্ডার করা হতো। তাছাড়া গঠনতন্ত্র অনুযায়ী পরপর কোনো ব্যক্তি তিনবারের বেশি নির্বাচন করতে পারেন না, অথচ তিনি পরপর চারবার নির্বাচন করে অবৈধভাবে সভাপতির ক্ষমতা দখল করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক বলেন, হজযাত্রী পরিবহণের জন্য সৌদি আরবে ফ্লাইনাস বিমান সংস্থার বর্তমানে জিএসএ পেয়েছে ডাইন্যাস্টি ট্রাভেলস লি.। যদিও মাঝখানে এর জিএসএ বেঙ্গল এয়ারলিফটকে দেওয়া হয়েছিল। পরে সেটি বাতিল করে ফের ডাইন্যাস্টিকে দেওয়া হয়েছে। ডাইন্যাস্টির জিএসএ বাতিল করে আবার কিভাবে পেল জানতে চাইলে তিনি বলেন, সেটি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বিষয়।

এই বিষয়ে জানতে ডাইন্যাস্টির বর্তমান চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সাঈদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
মৌলিক সংস্কারের রূপরেখা দিলো এনসিপি
মৌলিক সংস্কারের রূপরেখা দিলো এনসিপি
রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ...
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বিদেশের বিভিন্ন বিমান সংস্থা
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বিদেশের বিভিন্ন বিমান সংস্থা
২২শে এপ্রিলের ভয়াবহ পেহেলগাম হামলার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। এই আবহে ...
নারায়ণগঞ্জে স্মার্ট কুলিং প্রকল্প নিয়ে স্যামসাং, সাইনটেক ও প্রিন্সিপাল গ্রুপের চুক্তি স্বাক্ষর
নারায়ণগঞ্জে স্মার্ট কুলিং প্রকল্প নিয়ে স্যামসাং, সাইনটেক ও প্রিন্সিপাল গ্রুপের চুক্তি স্বাক্ষর
নারায়ণগঞ্জে বহুল প্রতীক্ষিত বাণিজ্যিক প্রকল্প প্রিন্সিপাল ১০০ শপিংমলে স্মার্ট কুলিং পদ্ধতি স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, সাইনটেক টেকনোলজি ...
‘সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণে এখনো হজের ফ্লাইট, মূলহোতা সেই তসলিম
‘সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণে এখনো হজের ফ্লাইট, মূলহোতা সেই তসলিম
আওয়ামী লীগ সরকারের প্রভাবে ৬ বছরের বেশি সময় ধরে তিনি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সভাপতির দায়িত্বে থেকে ...
গাজায় প্রতি ৪০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু
গাজায় প্রতি ৪০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ১৬ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। উপত্যকাটিতে শিশু ...
ফিরোজার পথে খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল
ফিরোজার পথে খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল
রাজধানীর গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পথে বিএনপি নেত্রীকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে।মঙ্গলবার ...
আরও চার মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আদেশ
আরও চার মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আদেশ
চট্টগ্রামে পুলিশের কাজে বাধা-ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে করা আরও চারটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ...
১৭ বছর পর দেশে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে বাবার বাসায়
১৭ বছর পর দেশে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে বাবার বাসায়
দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ...
আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিচ্ছু করি না: আরিফিন শুভ
আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিচ্ছু করি না: আরিফিন শুভ
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ নিজের প্রথম হিন্দি ওয়বে সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজে বেশ কয়েকমাস ধরে অবস্থান করছেন ভারতে। ...
১০
মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী
মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতাকে আইন বিভাগের শিক্ষিকা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ...
 
মাওলানা রইস হত্যার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ
মাওলানা রইস হত্যার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ
ঢাকার গাজীপুরে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের সুন্নি ...
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সিএনজি চালকের
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সিএনজি চালকের
কক্সবাজারের রামুতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে  টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারের রশিদনগর পানিরছড়া ছড়া ...
এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
সব কিছু ঠিক থাকলে চলতি মাসের (এপ্রিল) মধ্যেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। তার ...
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সোমবার(২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণ থেকে ...
কালিহাতীতে কলেজছাত্র আলীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে কলেজছাত্র আলীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।সোমবার সকাল ...
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের অভিযোগ
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের অভিযোগ
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।রবিবার (২৭এপ্রিল) দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্ট সংবাদ ...
শুধু অন্তর্বাস পরে আমার সামনে বসো, অভিনেত্রীকে সাজিদ খান
শুধু অন্তর্বাস পরে আমার সামনে বসো, অভিনেত্রীকে সাজিদ খান
২০১৮ সালে বলি-পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ ওঠে। মি টু আন্দোলনের অংশ হিসেবে যারা সাজিদের বিরুদ্ধে যৌন ...
বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান তরুণ কণ্ঠশিল্পী মাহদিয়া জাহান ঈশাল সংগীত, নৃত্য ও অভিনয়ে এক উজ্জ্বল নাম
বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান তরুণ কণ্ঠশিল্পী মাহদিয়া জাহান ঈশাল সংগীত, নৃত্য ও অভিনয়ে এক উজ্জ্বল নাম
ঈশাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি বাংলা ও ইংরেজি গান গাওয়ার পাশাপাশি নৃত্য, অভিনয় এবং বেহালায় পারদর্শী । তার পৈতৃক ...
সারা দেশে পাথর কোয়ারি খুললো, সিলেটে বন্ধ, রহস্য কী?
সারা দেশে পাথর কোয়ারি খুললো, সিলেটে বন্ধ, রহস্য কী?
সন্তোষজনক কোনো ব্যাখ্যা ছাড়াই সিলেটকে বাদ দিয়ে সারা দেশের পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পরিবেশ বিপর্যয়ের ...
১০
ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি আরিফ আহমেদ চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি আরিফ আহমেদ চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
ফ্যাসিবাদের দোসর ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফু -ওয়াং ফুডসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com