![]() রামুতে ফিলিং স্টেশন থেকে চুরি হওয়া ৭ লাখ ৮৩ হাজার টাকাসহ আটক ২
রামু (কক্সবাজার) প্রতিনিধি:
|
![]() আটককৃতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মূহুরী পাড়ার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইব্রাহিম এবং রামু উপজেলার উত্তর ফতেখাঁরকুল গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ নেজাম। এরা দুজনেই ওই ফিলিং স্টেশনের কর্মচারী। গত ১৮ এপ্রিল উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং এলাকায় মেসার্স এশিয়া লিংক পেট্টোলিয়াম ফিলিং স্টেশনের অফিস কক্ষ এ চুরির ঘটনা ঘটে। এক ঘটনায় ফিলিং স্টেশনের মালিক বাদী হয়ে রামু থানার মামলা (নং- ৫২/২০১) দায়ের করেন। রামু থানার ওসি (তদন্ত) শেখ ফরিদ জানিয়েছেন, থানার অফিসার ইনর্চাজ ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে এসআই শেখ আব্দুস সবুর ফিলিং ষ্টেশনের কর্মচারী ইব্রাহিম ও নেজামের স্বীকারোক্তি মতে তথ্য প্রযুক্তির সহায়তায় ফিলিং ষ্টেশনের গ্যাসের টাংকির উপরে বালির ভিতর লুকানো অবস্থা হতে এসব টাকা উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। |