![]() চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারসহ গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
![]() গ্রেফতারকৃত আসামীরা হলো- নাচোল উপজেলার লক্ষীপুর মাস্টারপাড়া এলাকার রেজিনা বেগম ও দুলালের ছেলে কুখ্যাত চোর আরিফুল ইসলাম ওরফে ভটা (৩০) এবং পৌর এলাকার শিবতলা কর্মকার পাড়ার মৃত ভাবানি নন্দি ও মৃত অনীল চন্দ্র নন্দির ছেলে স্বাধীন নন্দি (৫৩)। এ বিষয়ে ওয়াসিম ফিরোজ জানান, গত ১৯ এপ্রিল শনিবার পৌর এলাকার ১ নং ওয়ার্ড নয়াগোলা গাইনপাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে মোমিনুল ইসলাম নিজ বসত বাড়ির শয়ন কক্ষ থেকে নগদ দেড় লক্ষ টাকা এবং ৪ ভরি ১২ আনা স্বর্ণ চুরি হয়েছে মর্মে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে সদর থানা পুলিশের চৌকষ দল বিভিন্ন তথ্য উপাত্তের সহায়তায় অভিযান পরিচালনা করে জেলার নাচোল উপজেলা হতে সোমবার কুখ্যাত চোর আরিফুল ইসলাম ওরফে ভটার বসত বাড়ি থেকে নগদ দেড় লক্ষ টাকা, ১১ আনা ৮ রতি ৬ পয়েন্ট ওজনের ২টি স্বর্ণের কানের দুল, ২ আনা ৫ রতি ৩ পয়েন্ট ওজনের একটি স্বর্ণের আংটি এবং এক জোড়া স্বর্ণের প্রলেপের ব্রঞ্জের বালা উদ্ধার করে তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারের স্বর্ণকারপট্টিতে অবস্থিত শিল্পি জুয়েলার্সে অভিযান চালিয়ে ৬ আনা ১ রতি ৯ পয়েন্ট ওজনের পাকা ঝুরস্বর্ণ উদ্ধার করে স্বাধীন নন্দীকে গ্রেফতার করা হয়। এদিকে আসামী ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা চুরি করেছে মর্মে স্বীকার করায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় পৌর এলাকার ১ নং ওয়ার্ড নয়াগোলা গাইনপাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে মোমিনুল ইসলাম পরিবার নিয়ে ঘুমিয়ে যাবার পর নামাজ পড়ার উদ্দেশ্যে ভোর সাড়ে ৫টায় উঠলে ঘরের ভেতর বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক পর্যায়ে দোতালার ঘরে গিয়ে সেখানে ওয়ারড্রবে থাকা নগদ দেড় লক্ষ টাকা এবং শোকেসে থাকা ৪ ভরি ১২ আনা স্বর্ণ চুরি হয়েছে মর্মে নবাবগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন। |